জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে। তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দেশের ১২তম নির্বাচন।
আর এই নির্বাচনে একজন সংসদ সদস্য প্রার্থী সর্বোচ্চ ঠিক কত টাকা খরচ করতে পারবেন তা প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গত বুধবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমের স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রার্থীকে মনোনয়ন দেওয়া রাজনৈতিক দল থেকে নেওয়া খরচসহ একজন প্রার্থীর নির্বাচনি খরচ ২৫ লাখ টাকার বেশি হবে না। একজন সংসদ সদস্য প্রার্থী তার নির্বাচনি এলাকার প্রতি ভোটারের পিছনে ১০ টাকার বেশি ব্যয় করতে পারবেন না।
নির্বাচন শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থীদের এই ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমাও দিতে হবে।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোটারপ্রতি ব্যয় ১০ টাকা নির্ধারণ করেছিল ইসি।