নিজস্ব প্রতিবেদকঃ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গী বিরোধী দলগুলোর ৬ষ্ঠ দফার কর্মসূচি হরতালে সকাল থেকেই রাজধানীর মিরপুর, ফার্মগেট, মোহাম্মদপুর ও গাবতলীতে গণপরিবহণ চলছে। মানুষ কর্মস্থলে যাচ্ছে।
তবে গাবতলীতে থেকে দূর পাল্লার কোনো গাড়ি ছেড়ে যাচ্ছে না।
রোববার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর এসব এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
সপ্তাহের প্রথম কর্মদিবসে মিরপুর-১০ গোল চত্বরে অন্য স্বাভাবিক দিনের মত গাড়ির জটলা দেখা যায়। ট্রাফিক পুলিশও ব্যস্ত। মানুষ কর্মস্থলে চলেছে। এখানে সকাল থেকে কোনো পিকেটারের কোনো তৎপরতার দেখা যায়নি। আওয়ামী লীগের হরতাল বিরোধী শান্তি সমাবেশের ট্রেন্টগুলোতে বসার জন্য চেয়ার থাকলেও কোনো মানুষ দেখা যায়নি।