আই টিভি বাংলা ডিজিটাল ডেস্ক:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কালজয়ী সৃষ্টি নিয়েই নাটক ও সিনেমা নির্মিত হয়েছে। সেইসব সিনেমায় কাজ করে অনেক অভিনেত্ররীই রবীন্দ্রনাথের নায়িকা হিসেবে খ্যাতি পেয়েছেন। তালিকায় রাখা যায় সুবর্ণা মুস্তাফা, অপি করিম, তারিন, জয়া আহসানদের মতো তারকাদের নাম। ভারতেও রবি ঠাকুরের গল্পের নায়িকা হয়ে আলো ছড়িয়েছেন মাধবী মুখার্জি, কঙ্কণা সেন, স্বস্তিকা মুখার্জি, পাওলি দামেরা।
এবার রবীন্দ্রনাথের গল্পের নায়িকা হয়ে সিনেমার পর্দায় হাজির হতে যাচ্ছেন এ প্রজন্মের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে।
চলচ্চিত্র নির্মাতা সাদেক সিদ্দিকী ‘দেনা পাওনা’ নামে সিনেমা বানাচ্ছেন। এই সিনেমাটি ২০২২-২০২৩ সালের সরকারী অনুদানে নির্মিত হতে যাচ্ছে। ছবিটিতে নিরুপমার চরিত্রে অভিনয় করবেন দীঘি।
খবরটি জানিয়ে অভিনেত্রী বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘গত দুই বছর ধরেই কিন্তু এই সিনেমাতে কাজ করা নিয়ে কথা হচ্ছিল। যখন সাদেক সিদ্দিকী আঙ্কেলেঅর কাছে গল্পটা ভালোভাবে শুনি তখন আমার কাছে মনে হলো যে নিরুপমা চরিত্রটিতে অভিনয় করার যথেষ্ট সুযোগ রয়েছে। এটা আমার কাজের তৃপ্তি দেবে। তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নায়িকা হওয়াটা তো স্বপ্নপূরণের মতো ব্যাপার।’
‘দেনা পাওনা’ সিনেমাটির চিত্ররূপ ও সংলাপ মিরণ মহিউদ্দিনের। চিত্রনাট্য করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী।
পরিচালক জানান, আগামী ২৩ জানুয়ারি থেকে রাজধানীর অদূরে হোতাপাড়া খতিব খামার বাড়িতে টানা বেশ কয়েকদিন এই সিনেমার শুটিং চলবে।
এদিকে দীঘি অভিনীত ‘প্রিয় প্রাক্তন’ ও ‘জঙ্গী’ নামের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।