আই টিভি বাংলা ডিজিটাল ডেস্ক:
১ জানুয়ারি থেকে সিএনজি স্টেশন বন্ধের সময় দুই ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। দেশের সকল সিএনজি স্টেশনে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময়কাল ২ ঘণ্টা কমিয়ে সন্ধ্যা ৬ টা হতে রাত ৯ টা পর্যন্ত পুন:নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
নতুন এই সিদ্ধান্তের ফলে সিএনজি স্টেশনগুলো ৫ ঘণ্টা বন্ধ রাখার পরিবর্তে ৩ ঘণ্টা বন্ধ থাকবে। অন্য সময় সেগুলো স্বাভাবিক নিয়মে গ্যাস সরবরাহ কর