20 C
Dhaka
আজঃ শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

Live TV

দুদিন ধরে সূর্যের দেখা নেই মাদারীপুরে, বিপাকে খেটে খাওয়া মানুষ

শুক্রবার (৩ জানুয়ারি) ভোর থেকেই কুয়াশায় ঢাকা পড়েছে প্রকৃতি। বাতাস বইছে। ফলে মাদারীপুর জেলাজুড়ে কনকনে ঠান্ডায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার সকাল থেকে প্রকৃতিতে শৈত্যপ্রবাহের মতো শুরু হয়েছে। বৃহস্পতিবার সারাদিনেও রোদের দেখা মেলেনি মাদারীপুরে। এদিকে শুক্রবার (৩ জানুয়ারি) সকাল থেকেও আকাশ মেঘলা এবং কুয়াশা বিরাজ করছে। রয়েছে কনকনে ঠান্ডা

জানা গেছে, তাপমাত্রা কমতে থাকায় বিপাকে রয়েছে খেটে খাওয়া মানুষ। শীতের কারণে শুক্রবার সকাল থেকেই জেলার হাট-বাজারে ক্রেতার উপস্থিতি কম দেখা গেছে। সড়ক-মহাসড়কেও যাত্রীদের চলাচল বেশ কম।

এদিকে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশা থাকায় যানবাহন চলাচলও বিঘ্নিত হয়েছে মহাসড়কে। ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচরের মুন্সীরবাজার এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে আহত হয় কমপক্ষে ২০ জন। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে, কুয়াশার কারণে দিক নির্ণয়ে ব্যর্থ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, ‘কুয়াশার কারণে রাত থেকে সকাল ৯টা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। গতি কমিয়ে চলতে হয় যানবাহনগুলোকে। এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে শিবচরের মুন্সীরবাজার সংলগ্ন এক্সপ্রেসওয়তে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস উল্টে যাত্রীরা আহত হয়েছেন। এর আগে বুধবার ভোরে এক্সপ্রেসওয়ের পুলিয়া নামক স্থানে বাস ও ট্রাকের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর এলাকার কৃষক মো. হারুন বলেন, সকাল থেকেই তীব্র ঠান্ডা। সূর্য ওঠে নাই। তীব্র শীতের কারণে ক্ষেতে কাজ করা কষ্টকর হয়ে যাচ্ছে।

ওই এলাকার আব্দুল খালেক নামে এক দিনমজুর বলেন, শীতে বেশ কষ্টে আছি। কাজ করতে পারছি না। এরকম অবস্থা থাকলে আমাদের না খেয়ে থাকতে হবে।

এদিকে জেলার পদ্মা-আড়িয়াল খাঁ নদী বেষ্টিত শিবচর উপজেলার চরাঞ্চলে বসবাসরত সাধারণ মানুষ এই শীতে পড়েছেন চরম দুর্ভোগে। কনকনে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত এই অঞ্চলের মানুষ। গবাদি পশু নিয়ে বিপাকে রয়েছেন তারা।

এদিকে জেলা আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। শুক্রবার মধ্যরাতে তাপমাত্রা একটু বাড়লেও দিনে কমার সম্ভাবনা রয়েছে। ফলে শীতের মাত্রা বাড়বে। মাঝারি কুয়াশা পড়তে পারে মধ্যরাত থেকে।

এ ধরনের আরো খবরঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সোশ্যাল মিডিয়ায় আমরাঃ

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

EYE TV Bangla

সাম্প্রতিক খবরঃ