ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) ১৫০তম বছরের উদযাপনে প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ করেছে। এতে পাকিস্তান সাড়া দিয়ে অংশগ্রহণের কথা জানিয়েছে। তবে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত জানায়নি।
১৫০ বছর পূর্তি উদযাপনের অনুষ্ঠানে আইএমডি অবিভক্ত ভারতের দেশগুলির আবহাওয়া বিভাগের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে। আমন্ত্রিত দেশের মধ্যে আছে পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলংকা ও নেপাল। এছাড়া মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পশ্চিম এশিয়ার অনেকগুলি দেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
পাকিস্তান ইতোমধ্যে আমন্ত্রণ গ্রহণ করেছে। তারা প্রতিনিধিদের দিল্লি পাঠাবে। কিন্তু বাংলাদেশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বার্তা পাঠানো হয়নি। ডয়চে ভেলে জানিয়েছে, আয়োজকরা বাংলাদেশের উত্তরের অপেক্ষায় আছেন।
এদিকে বার্তাসংস্থা পিটিআই-কে সংস্থাটির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা চাই, আমন্ত্রিত সব দেশের কর্মকর্তারা আসুন। সবাইকে নিয়ে আমরা উদযাপন করি’।