26 C
Dhaka
আজঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

Live TV

বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে রাতের তাপমাত্রা

দেশের দুয়েক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাতের তাপমাত্রা বাড়ার খবর জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সেইসঙ্গে এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে।

এ অবস্থায় সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারা দেশে দিন রাতের তাপমাত্রার কিছুটা হেরফের হতে পারে। সেক্ষেত্রে দিনের তাপমাত্রার থেকে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এ ছাড়া আগামীকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরদিন বুধবার (১৫ জানুয়ারি) দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। এ কদিন শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, তাপমাত্রা আরও কমতে পারে।

এ ধরনের আরো খবরঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সোশ্যাল মিডিয়ায় আমরাঃ

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

EYE TV Bangla

সাম্প্রতিক খবরঃ