মফস্বল ডেস্কঃ জেলার টেকনাফে অব্যাহত বর্ষণে পাহাড় ধসে মাটির দেওয়াল চাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ নভেম্বর) ভোর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে থেমে থেমে হাল্কা ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ঘটনায় মাটির দেওয়াল চাপা পড়ে পাহাড়ের খাদে বসবাসকারি একই পরিবারের ৪ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। পরে খবর পেয়ে স্থানীয় চাপা পড়া মাটি সরিয়ে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
টেকনাফ থানার ওসি মো. ওসমান গণি জানান, দেওয়াল চাপায় একই পরিবারের নিহত চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।