21 C
Dhaka
আজঃ মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

Live TV

ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু

 

আই টিভি বাংলা ডিজিটাল ডেস্ক:

জামালপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় জামালপুর শহরের ছনকান্দা এলাকার ব্রহ্মপুত্র নদে থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল। মৃত তিন শিক্ষার্থীই মামাতো, ফুফাতো ভাই।

মৃত শিক্ষার্থীরা হলো : জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র আফিফ (১৫), দশম শ্রেণির ছাত্র মো. রাহি ও ঢাকার প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্র মো. রওশন।

 

মৃতদের স্বজনরা জানান, রবিবার দুপুরে ব্রক্ষপুত্র নদের পারে ১০ থেকে ১২ জন তরুণ ফুটবল খেলে পাঁচজন গোসল করতে নামে। গোসল করার সময় পাঁচজনই পানিতে ডুবে যেতে শুরু করে। এ সময় স্থানীয়রা দেখে নৌকা নিয়ে গিয়ে দ্রুত দুজনকে জীবিত উদ্ধার করে। বাকিরা পানিতে তলিয়ে যায়।

পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। 

এদিকে একই বাড়িতে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান বলেন, ‘নদে নিখোঁজের খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। পরে তিনজনের লাশ উদ্ধার করা হয়।

’ জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি বলেন, মৃতদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

এ ধরনের আরো খবরঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সোশ্যাল মিডিয়ায় আমরাঃ

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

EYE TV Bangla

সাম্প্রতিক খবরঃ