18 C
Dhaka
আজঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

Live TV

তুমুল বিতর্ক ইলিয়াস হোসেন ও আসিফ নজরুলের মধ্যে

 

সাম্প্রতিক সময়ে সাংবাদিক ইলিয়াস হোসেন এবং উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা বাংলাদেশি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ইউটিউবার ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে ‌‘পুলিশ, আনসারের সমম্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা’ শিরোনামে একটি ভিডিও আপলোড করেন ।

ইলিয়াস হোসেন তার একটি ভিডিওতে দাবি করেছেন, অধ্যাপক আসিফ নজরুল ভারতীয় দালাল এবং সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি দাবি করেন, আসিফ নজরুল কখনোই দেশের জনগণের স্বার্থের জন্য কাজ করেননি এবং ভবিষ্যতেও করবেন না।

আসিফ নজরুলের প্রতিক্রিয়া

এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক আখ্যা দিয়ে আসিফ নজরুল বলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘একটা ভিডিওতে দাবি করা হয়েছে, ৩-৪ তারিখ (আগস্ট) রাতে আমি নাকি আর্মি অফিসারদের নিয়ে এবং ভারতের দালালদের নিয়ে মিটিং করেছি। আমি অবাক হয়ে যাই, মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত। মিথ্যা কথা কেন বলব?’

এই বিতর্ক সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ইলিয়াস হোসেনের বক্তব্যকে সমর্থন করছেন, আবার অনেকে তা সরাসরি নাকচ করে দিচ্ছেন। অনেকেই মনে করছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সামনের দিনগুলোতে এই ইস্যুতে আরও বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছে দেশবাসী।

এ ধরনের আরো খবরঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সোশ্যাল মিডিয়ায় আমরাঃ

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

EYE TV Bangla

সাম্প্রতিক খবরঃ