আই টিভি বাংলা নিউস অনলাইন ডেস্ক-
বিদ্রোহীদের তোপের মুখে অবশেষে দামেস্ক ছেড়ে পালিয়েছেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তিনি বিমানে করে অজানা গন্তব্যের দিকে রওয়ানা দিয়েছেন। তবে কোথায় যাচ্ছেন সেটা এখনো পরিষ্কার নয়।
রোববার (৮ ডিসেম্বর) সকালে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। দেশটির দুজন কর্মকর্তার সূত্রে এই তথ্য জানায় বার্তা সংস্থাটি।
এদিকে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা দামেস্কে ঢুকে পড়েছে। শহরটির বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
রোববার ভোরেই সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে গুরুত্বপূর্ণ হোমস শহর পুরোপুরি নিয়ন্ত্রণের ঘোষণা দেয় বিদ্রোহী যোদ্ধারা। ২০১১ সালে এই শহর থেকেই প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী বিদ্রোহ শুরু হয়েছিল।
মাত্র এক দিনের লড়াইয়ের পরে রোববার ভোরে হোমসের মূল শহরটির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায় বিদ্রোহীরা। এখন তারা রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হচ্ছে। ইতোমধ্যে দামেস্কের উপকণ্ঠে গোলাগুলির শব্দ পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে খবর এসেছে দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।