15 C
Dhaka
আজঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

Live TV

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ।

 

 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যে মুন্সীগঞ্জে পালিত হয়েছে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস। সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, র‌্যালী, মানববন্ধন, দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।

 

 

দিবসটি উপলক্ষে মুন্সীগঞ্জ সার্কিট হাউজে সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীত পরিবশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামান। দুদক পতাকা উত্তোলন করেন জেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান গাজী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আল নূর ইসলাম সায়েম। পতাকা উত্তোলন শেষে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক। উদ্বোধন শেষে সার্কিট হাউস প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয় এবং পরে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের দুর্নীতিবিরোধী মানববন্ধন ও র‌্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটির প্রতিপাদ্য শীর্ষক আলোচনা সভায় আর্থিকসহ সকল প্রকার দুর্নীতি প্রতিরোধে পরিবার হতে উন্নত চর্চা শুরুর আহবান জানান সভার প্রধান অতিথি জেলা প্রশাসক। প্রধান অতিথির বক্তব্যে তিনি তরুণদের কাছে দায়বদ্ধতার কথা উল্লেখ করে প্রদত্ত সুযোগ কাজে লাগানোর এবং সকলে মিলে যার যার অবস্থান হতে দুর্নীতি প্রতিরোধে কাজ করারও আহবান জানান। সভায় সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধের আহবান জানান বিশেষ অতিথি মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসক ও অর্থ) মোহাম্মদ বদিউজ্জামান। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দুদক নারায়নগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলায়েত হোসেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছিরউদ্দিন জুয়েল, সনাক সহ-সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল নূর ইসলাম সায়েম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গণি ওসমানী, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোঃ কামাল হোসেন খন্দকার, জেলা দুর্নীতি বিরোধী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন মুন্সী (বৃক্ষপ্রেমী), সনাক সভাপতি মোঃ ফজলুর রহমান প্রমুখ।

এ ধরনের আরো খবরঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সোশ্যাল মিডিয়ায় আমরাঃ

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

EYE TV Bangla

সাম্প্রতিক খবরঃ