আবুল হাসনাত উজ্জ্বল
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৮ টায় ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার চরযশোরদী ইউনিয়নের নাগারদিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত নাজিম সরদার (২২) নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের আশফরদী গ্রামের হাবিব সরদারের ছেলে এবং শাওন মাতুব্বর (২৪) ভাঙ্গা উপজেলার আলগী গ্রামের ছেন্টু মাতুব্বরের ছেলে। গুরুতর আহত হয়েছেন খালিদ শেখ (১৮) নামের আরেক আরোহী।
ভাঙ্গা হাইওয়ে থানার এস আই আব্দুল্লাহেল বাকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মোটর সাইকেল দূর্ঘটনায় ঘটনাস্থলেই তাজিম মারা গেছে, আহত অবস্থায় শাওন ও খালিদকে ভাঙ্গা হাসপাতালে নিলে চিকিৎসক শাওনকে মৃত্যু ঘোষনা করে। খালিদের অবস্থা অবনিতর কারনে ঢাকা রেফার করে।