নিউজ ডেস্কঃ দুর্যোগের ঝুঁকি কমানো, আশ্রয়কেন্দ্র নির্মাণ ও মেরামত, অরক্ষিতদের ঝুঁকি কমানো, ব্যবসায় সহায়তা, জলবায়ু পরিবর্তনজনিত দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশে থাকা রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য ৩২ লাখ ডলার সহায়তা দিয়েছে জাপান। বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে এ বিষয়ে একটি নথি সই করে দেশটি। ঢাকায় জাপান দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কক্সবাজার এবং ভাসানচরে থাকা রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর পেছনে এ অর্থ ব্যয় করা হবে। ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং আইওএম ঢাকা প্রধান ল্যান্স বনেউ এ-সংক্রান্ত নথিতে সই করেন। এ প্রকল্পের মাধ্যমে ৫ লাখ রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠী উপকৃত হবে।
রাষ্ট্রদূত কিমিনোরি বলেন, যে খাতগুলো চিহ্নিত করা হয়েছে, তা রোহিঙ্গা ও স্থানীয়দের সুরক্ষা, জীবনমানের উন্নয়ন এবং স্থিতিস্থাপকতা নিয়ে আসবে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে তাদের প্রত্যাবাসনে আইওএমের মতো সংস্থাগুলোর সঙ্গে কাজ করে যাবে জাপান।
ল্যান্স বনেউ বলেন, আমরা জাপানের সহযোগিতাকে সাধুবাদ জানাই। জাপানসহ অন্য অংশীদারদের সঙ্গে টেকসই সমাধান নিশ্চিত করা এবং রোহিঙ্গা ও বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠীর জন্য কাজ করে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
২০১৭ সালের আগস্টে বাংলাদেশে রোহিঙ্গা সংকটের পর থেকে জাপান নিয়মিত সহযোগিতা করে আসছে। এখন পর্যন্ত দেশটি ২২ কোটি ডলারের বেশি সহযোগিতা দিয়েছে।