ডিজিটাল ডেস্কঃ দেশের শীর্ষ অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের ইনচার্জ ও এডিটরদের নিয়ে যাত্রা শুরু করেছে ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’। এর এক বছর মেয়াদি প্রথম কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের হাসান শরীফ এবং সাধারণ সম্পাদক ভোরের কাগজের মিজানুর রহমান সোহেল।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের রেইনি রুফ রেস্টুরেন্টে এডিটরদের এক মনোমুগ্ধকর মিলনমেলায় এই অ্যালায়েন্সের যাত্রা শুরু হয়। শীতের পিঠার স্বাদ আর রাতের জমকালো নৈশভোজের উষ্ণতায় এই অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
গঠিত কমিটির সহ-সভাপতি হয়েছেন বাংলানিউজের লুৎফর রহমান হিমেল ও জাগো নিউজের এক এম জিয়াউর হক।
অনলাইন এডিটরস অ্যালায়েন্সের যুগ্ম সাধারণ সম্পাদক আরটিভির কবির আহমেদ ও ডিবিসির কামরুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক কালবেলার পলাশ মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইত্তেফাকের শরাফত হোসেন, অর্থ সম্পাদক আমাদের সময়ের মঈন বকুল, অফিস সম্পাদক দীপ্ত টিভির মৃন্ময় মাসুদ, নির্বাহী সদস্য কালের কণ্ঠের আনিসুর বুলবুল, ডেইলি স্টারের আজাদ বেগ ও বার্তা২৪-এর মানসুরা চামেলী নির্বাচিত হয়েছেন।
অনলাইন সাংবাদিকতায় সমন্বয় বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই অ্যালায়েন্স এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন সংগঠনটির নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা।