18 C
Dhaka
আজঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

Live TV

এবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন ফিরোজ আহমেদ ও ফজলুর রহমান

এবি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ফিরোজ আহমেদ ও মো. ফজলুর রহমান। সম্প্রতি ব্যাংকের ৮০২তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ফিরোজ আহমেদ এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এলিট পেইন্ট গ্রুপের চেয়ারম্যান, এলিট ইন্টারন্যাশনাল লিমিটেড, হেক্সাগন কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড ও আহমেদ সিকিউরিটিজ সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক।

ফিরোজ আহমেদ চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সদস্য। তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটি এবং মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামের আজীবন সদস্য।

মো. ফজলুর রহমান ২০২৪ সালের ৯ অক্টোবরে এবি ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগ দেন। এর আগে তিনি এবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও এবি সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। তিনি ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। —বিজ্ঞপ্তি

 

এ ধরনের আরো খবরঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সোশ্যাল মিডিয়ায় আমরাঃ

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

EYE TV Bangla

সাম্প্রতিক খবরঃ