আবুল হাসনাত উজ্জ্বল
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় সারাদেশের ন্যায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকার, জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ন রাখার দৃঢ় প্রত্যয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তপ্পধর্নীর মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয় পরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতি ইসলামী, স্কুল-কলেজ, সরকারী, বে-সরকারী, বিভিন্ন ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ।
এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ১৫ টি স্টোলে দিনব্যাপী বিজয় মেলা ও উপজেলা অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয় ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে।