19 C
Dhaka
আজঃ রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

Live TV

বছরের পঞ্চম শিরোপা ঘরে তুলল রিয়াল

 

স্পোর্টস ডেস্ক:

নতুন আঙ্গিকের ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে মেক্সিকোর পাচুকা এফসিকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে চলতি বছরে আরেকটি অর্জন দিয়ে শেষ করল কার্লো আনচেলত্তির শিষ্যরা

রিয়ালের চলতি বছরে এটি পঞ্চম শিরোপা। এর আগে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ জেতে ইউরোপের সফলতম দলটি।

আগের ফিফা ক্লাব বিশ্বকাপের বদলে ছয় মহাদেশের সেরা ক্লাবগুলোকে নিয়ে নতুন আঙ্গিকে শুরু হলো ইন্টারকন্টিনেন্টাল কাপ। এর প্রথম আসরের ফাইনালে সরাসরি জায়গা করে নেয় রিয়াল।

বুধবার রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনালে কিলিয়ান এমবাপ্পে প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান রদ্রিগো। আর শেষ দিকে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন ভিনিসিউস জুনিয়র।

এদিন ৩৭তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। এমবাপ্পের গোলে দারুণ অবদান মঙ্গলবার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী ভিনিসিউসের। গতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলার পর পায়ের কারিকুরিতে গোলরক্ষককে এড়িয়ে বাইলাইনের কাছাকাছি চলে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেখান থেকে চমৎকার কাটব্যাকে খুঁজে নেন এমবাপ্পেকে। অরিক্ষত ফরাসি ফরোয়ার্ড অনেকটা শুয়ে পড়ে পা ছুঁয়ে খুঁজে নেন ঠিকানা। লক্ষ্যে এটাই রিয়ালের প্রথম শট।

বিরতির পর ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে পায়ের কারিকুরিতে পাচুকার খেলোয়াড়দের এড়িয়ে ডি-বক্সের মাথা থেকে বাঁকানো শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ভিএআর মনিটরে অনেকবার রিপ্লে দেখে গোল দেন রেফারি।

ম্যাচের ৮৪তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান ভিনিসিউস। লুকাস ভাসকেসকে পাচুকার ওসামা ইদ্রিসি ফাউল করলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি।

এ ধরনের আরো খবরঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সোশ্যাল মিডিয়ায় আমরাঃ

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

EYE TV Bangla

সাম্প্রতিক খবরঃ