আই টিভি বাংলা ডিজিটাল ডেস্ক:
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হবে টুর্নামেন্টের প্রথম পর্ব। খেলা মাঠে গড়ানোর আগের দিন জানানো হয় টিকিটের দাম এবং সংগ্রহের স্থান। তবে হঠাৎ বিপিএলের টিকিট বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বিপিএলের টিকেট সোমবার থেকে অনলাইনে www.gobcbticket.com.bd এবং মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় বিক্রি হবে। কিন্তু মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন কোনো বুথে টিকেট বিক্রি হবে না। রোববার (২৯ ডিসেম্বর) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি
মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় বিপিএলের টিকিট পাওয়া যাবে। শাখাগুলো হলো—মিরপুর, মতিঝিল, উত্তরা, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও ভিআইপি ব্রাঞ্চ।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন একটি বুথেও টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়। কিন্তু রোববার সকাল থেকে টিকিটের জন্য ওই বুথে ভিড় করেন দর্শকরা। টিকিট না পেয়ে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই নম্বর গেট ভেঙে ফেলার মতো পরিস্থিতি তৈরি হয়।