21 C
Dhaka
আজঃ রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

Live TV

এশিয়া কাপ নিয়ে গেল ভারত,বাংলাদেশকে হারিয়ে

 

আই টিভি বাংলা ডিজিটাল ডেস্ক :

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে এনেছে বাংলাদেশের দামালেরা। তেমন সুযোগ এসেছিল দেশের নারী ক্রিকেট টিমের কাছেও। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ হেরেছে ৪১ রানের বিশাল ব্যবধানে।

আজ রোববার (২২ ডিসেম্বর) কুয়ালালামপুরে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৭ রান তোলে ভারত।

ব্যাট হাতে সর্বোচ্চ ৫২ রান করেন তৃষা। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ফারজানা ইয়াসমিন। জবাবে,  ১৮.৩ ওভারে ৭৬ রানে থামে বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ২২ রান আসে জুরাইয়ার ব্যাট থেকে।

১১৮ রানের মাঝারি লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৮ রানের মাথায় ফেরেন ইভা। গত ম্যাচে ভালো ব্যাটিং করলেও এই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি তিনি।

এরপর মাত্র ১৬ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। এবার সাজঘরের পথ ধরেন সুমাইয়া আক্তার সুবর্ণা। ১৩ বলে ৮ রান আসে তার ব্যাট থেকে।

দ্রুত দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। পরের ব্যাটাররা চেষ্টা করেও সেই চাপ সামাল দিতে পারেননি। একে একে সাজঘরে ফেরেন ফাহমিদা ছোঁয়া, সুমাইয়া আক্তার, জুরাইয়া ফেরদৌস, সাদিয়া আক্তাররা।

সবমিলিয়ে মাত্র ৬৮ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। লেজের সারির ব্যাটাররা চেষ্টা করলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাটিং করলেও এবং রান তাড়া করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ হয়নি ভারতের। দুই ওপেনার কামিলনী ও তৃষা মিলে গড়েন ২৩ রানের জুটি। কামিলনীকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ফারজানা ইয়াসমিন। ৯ বল খেললেও ৫ রানের বেশি করতে পারেননি তিনি।

প্রথম উইকেটের পর দ্বিতীয় উইকেট হারাতেও সময় লাগেনি ভারতের। দলীয় ২৫ রানের মাথায় ফেরেন টপঅর্ডারের আরেক ব্যাটার সানিকা চালকে। সাজঘরে ফিরলেও রানের খাতা খেলা হয়নি তার।

এই ব্যাটারকেও ফেরান ফারজানা। শুরুর চাপ সামলে নিকি প্রসাদ ও তৃষার ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। প্রথম ১০ ওভারে তোলে ৫৪ রান। অবশেষে নিকি-তৃষা জুটি ভাঙেন হাবিবা। দলীয় ৬৬ রানের মাথায় নিকিকে ফেরান হাবিবা। আউটের আগে এই ব্যাটার করেন ২১ বলে ১২ রান।

পরবর্তীতে আনসারিকে নিয়ে দলকে এগিয়ে নেন তৃষা। অবশ্য এই জুটি বড় হতে দেননি নিশিতা আক্তার নিশি। ফেরান আনসারিকে। ১২ বলে ৫ রান করে ফেরেন এই ব্যাটার। এরপর ফেরেন ফিফটি হাঁকানো ব্যাটার তৃষা। ৪৭ বলে ৫২ রান আসে তার ব্যাট থেকে। তাকেও ফেরান ফারজানা। এরপর লেজের সারির ব্যাটাররা চেষ্টা করলেও বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি ভারত।

এ ধরনের আরো খবরঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সোশ্যাল মিডিয়ায় আমরাঃ

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

EYE TV Bangla

সাম্প্রতিক খবরঃ