অনলাইন ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ১২ বছরের শিশু আরাফাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
রবিবার (২২ ডিসেম্বর) রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আরাফাত মারা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির সচিব তারেকুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০টার দিকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে আরাফাতের মৃত্যু হয়। আগামীকাল (আজ) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।
জানা যায়, প্রাথমিকভাবে শিশু আরাফাতের শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। কিন্তু গত এক মাস ধরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এর আগেও তিনবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এক পর্যায়ে তাকে দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক ২৪ ডিসেম্বর আরাফাতকে দেশের বাইরে নিতে এয়ার অয়াম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল।