চ্যাম্পিয়নস ট্রফির আসন্ন আসরের জন্য সূচি ঘোষণা করেছে আইসিসি। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি করাচিতে আসরের উদ্বোধনী ম্যাচ, আর ৯ মার্চ ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে।
পাকিস্তানের মাটিতে রাওয়ালপিন্ডি, লাহোর ও করাচিতে ম্যাচগুলো গড়াবে। এই প্রতিটি ভেন্যুতেই গ্রুপ পর্বের ৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আর লাহোর দ্বিতীয় সেমিফাইনাল হবে। লাহোর ফাইনালও আয়োজন করবে। তবে ভারত ফাইনালে উঠলে দুবাইতে হবে ম্যাচটি। দুটি সেমি ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে ‘এ’ গ্রুপে করাচিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। আর দুবাই পর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
‘বি’ গ্রুপে ২১ ফেব্রুয়ারি করাচিতে প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ
‘এ’-পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, বাংলাদেশ।
‘বি’-দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড।
বাংলাদেশের ম্যাচ
২০ ফেব্রুয়ারি: বনাম ভারত, দুবাই
২৪ ফেব্রুয়ারি: বনাম নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি
২৭ ফেব্রুয়ারি: বনাম পাকিস্তান, রাওয়ালপিন্ডি
৪ মার্চ: প্রথম সেমিফাইনাল, দুবাই
৫ মার্চ: দ্বিতীয় সেমিফাইনাল, লাহোর
৯ মার্চ: ফাইনাল, লাহোর ( ভারত ফাইনালে উঠলে দুবাইতে)
১০ মার্চ: ফাইনালের রিজার্ভ ডে
# প্রতিটি ম্যাচই দিবা-রাত্রির।