16 C
Dhaka
আজঃ বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

Live TV

বিমান ভাড়া করে হবু স্ত্রীর বাড়িতে টাকার বৃষ্টি!

 

আই টিভি বাংলা অনলাইন ডেস্ক:

বিয়ের অনুষ্ঠানে টাকা ওড়ানো নতুন কিছু নয়। জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানের লক্ষ্যে সাম্প্রতিক সময়ে কোটি কোটি টাকা হেলায় ওড়াতে দেখা গেছে বহু দম্পতি ও তাদের পরিবারকে। পাকিস্তানের মাটিতে, থুড়ি আকাশে দেখা গেল তেমনই এক ছবি। রীতিমতো বিমানভাড়া করে কনের বাড়িতে লাখ লাখ টাকা বৃষ্টির মতো ওড়াল বরপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের হায়দরাবাদের এই ঘটনার ভিডিও ভাইরাল।

জানা গেছে, বরপক্ষের কাছে কন্যার বাবার অনুরোধেই এমনটা করা হয়। বিয়ের অনুষ্ঠানকে চমকপ্রদ করতে বরপক্ষের তরফে বিমান ভাড়া করা হয়। সেখানে টাকা বোজাই করে বরপক্ষের লোকজন কনেপক্ষের বাড়িতে গিয়ে আকাশ থেকে টাকার বৃষ্টি করেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কনের বাড়ির লক্ষ্য করে উড়ে আসছে একটি বিমান। কনের বাড়ির ঠিক উপরে বিমানটি আসতেই দেখা যায়, দফায় দফায় বিমান থেকে ছড়ানো হচ্ছে টাকা। এভাবে বেশ কয়েক দফায় টাকা ছড়ানোর পর ফিরে যায় বিমানটি।

ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে গেছে। কেউ আবার ‘ভিক্ষুক দেশ’ পাকিস্তানের এমন কাণ্ড দেখে কটাক্ষ করেছেন। এক ব্যক্তি লিখেছেন, ‘ছেলের বাবার কাছে কন্যার বাবার এই ঋণ সারা জীবন ধরে শোধ করতে হবে কনেকে।’ একজন লিখেছেন, ‘এবার বুঝতে পারছি পাকিস্তান কেন ঋণে ডুবে রয়েছে।’

এক ব্যক্তি আরও একধাপ এগিয়ে লেখেন, ‘পাকিস্তান সরকারের সারা বছরের বাজেট উড়িয়ে দিল। ফের ভিক্ষা করতে হবে ওদের।’ আরও একটি কমেন্টে লেখা হয়েছে, ‘কনের কথা ভুলে যান। ওদের প্রতিবেশী এখন পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ।’

এ ধরনের আরো খবরঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সোশ্যাল মিডিয়ায় আমরাঃ

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

EYE TV Bangla

সাম্প্রতিক খবরঃ