আই টিভি বাংলা ডিজিটাল ডেস্ক:
নতুন বছরে বিশ্বের জনসংখ্যাও বাড়ছে। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, গত বছরের শেষ দিন পর্যন্ত বিশ্বে প্রায় ৭ কোটি ১০ লাখ শিশু জন্মগ্রহণ করেছে। ফলে বুধবার (১ জানুয়ারি) নতুন বছরের শুরুতেই বিশ্বের জনসংখ্যা হবে প্রায় ৮০৯ কোটি।
সংস্থাটি জানিয়েছে, গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল ভারত। দেশটির আনুমানিক জনসংখ্যা প্রায় ১৪১ কোটি। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো বলছে, ১ জানুয়ারি বিশ্বের আনুমানিক জনসংখ্যা হবে ৮০৯ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৫১১ যা গত বছরের তুলনায় ০ দশমিক ৮৯ শতাংশ বেশি।
২০২৫ সালের জানুয়ারিতে প্রতি সেকেন্ডে প্রায় ৪ দশমিক ২টি শিশুর জন্ম এবং ২টি শিশুর মৃত্যু হতে পারে। ২০২৩ সালের তুলনায় চলতি বছর জনসংখ্যা ০ দশমিক ৯ শতাংশ বাড়তে পারে।
বছরের শেষে বিশ্বের জনসংখ্যা পুনর্মূল্যায়ন করে তার তথ্য দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।
সংস্থাটির তথ্য অনুযায়ী, নতুন বছরের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে প্রতি ৯ সেকেন্ডে ১টি শিশুর জন্ম এবং ৯ দশমিক ৪ সেকেন্ডে ১টি শিশুর মৃত্যু হতে পারে। এছাড়া প্রতি ২৩ দশমিক ২ সেকেন্ডে একজন আন্তর্জাতিক অভিবাসী যুক্তরাষ্ট্রের নাগরিক হবেন।
২০২৪ সালের জুলাই মাসে ভারতের জনসংখ্যা দাঁড়ায় ১৪০ কোটি ৯১ লাখ ২৮ হাজার ২৯৬ জনে। সে সময় দেশটি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা অর্জন করে নেয়। এরপরেই রয়েছে চীন। দেশটির জনসংখ্যা ১৪০ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ৯২৯। চীনের পরেই রয়েছে যুক্তরাষ্ট্র। নতুন বছরে দেশটির জনসংখ্যা হবে আনুমানিক ৩৪ কোটি ১১ লাখ ৪৫ হাজার ৬৭০।