17 C
Dhaka
আজঃ শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

Live TV

বিশ্বের সবচেয়ে দূষিত শহর ভিয়েতনামের হ্যানয়

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘন ধোঁয়াশায় ঢেকে যাওয়া ভিয়েতনামের রাজধানী হ্যানয় বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে।

এয়ার ভিজ্যুয়ালের বরাতে ব্যাংকক পোস্ট জানিয়েছে, শুক্রবার ভোরে হ্যানয়ে ‘পিএম ২.৫’ নামে পরিচিত বিপজ্জনক ক্ষুদ্র কণার মাত্রা প্রতি ঘনমিটারে ২৬৬ মাইক্রোগ্রাম পরিমাপ করা হয়েছে। সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকার মধ্যে এটিই সর্বোচ্চ।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির সঙ্গে বছরের পর বছর ধরে প্রধান শহরগুলোতে, বিশেষত হ্যানয়ে মারাত্মক বায়ু দূষণের খবর জানিয়েছে। দেশটিতে ঘন ধোঁয়াশা মূলত ভারী ট্র্যাফিক, আবর্জনা পোড়ানো এবং শিল্প কার্যক্রমের কারণে ঘটে।

শহরটির বাসিন্দা ৬৪ বছর বয়সী লু মিন ডাক রয়টার্সকে বলেন, আমরা বয়স্করা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছি। দূষণের প্রভাব খুব স্পষ্টভাবে অনুভব করতে পারি। সম্প্রতি পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে মনে হচ্ছে।

২১ বছর বয়সী শিক্ষার্থী নগুয়েন নিনহ হুয়ং বলেন, প্রথমে আমি ভেবেছিলাম এটি কুয়াশাচ্ছন্ন …কিন্তু পরে আমি জানতে পারি যে এটি আসলে সূক্ষ্ম ধূলিকণা। এটি আমার দৃষ্টিশক্তি কমিয়ে দিচ্ছে এবং আমি মনে করি, এখানে শ্বাস নেওয়া স্বাস্থ্যকর নয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে উপ-প্রধানমন্ত্রী ত্রান হং হা দূষণ কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে বৈদ্যুতিক গাড়ির উপর জোর দিয়েছেন। ২০৩০ সালের মধ্যে কমপক্ষে ৫০ শতাংশ বাস এবং ১০০ শতাংশ ট্যাক্সিকে বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর করার লক্ষ্য দিয়েছে হ্যানয়।

তিয়েন ফং সংবাদপত্রকে উপ-প্রধানমন্ত্রী বলেন, এটি জনগণের প্রতি রাষ্ট্রের দায়িত্ব। অবশ্যই আমাদের সুনির্দিষ্ট ও সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে।

এ ধরনের আরো খবরঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সোশ্যাল মিডিয়ায় আমরাঃ

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

EYE TV Bangla

সাম্প্রতিক খবরঃ