18 C
Dhaka
আজঃ বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

Live TV

বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন চালু করল সৌদি

বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন ‘রিয়াদ মেট্রো’ পুরোপুরি চালু হলো সৌদিতে। রোববার ভোর ৬টা থেকে ট্রেনটি চালু হয়েছে বলে এক ঘোষণায় জানিয়েছে দেশটির রয়্যাল কমিশন ফর রিয়াদ সিটি (আরসিআরসি)।

রিয়াদ মেট্রো মূলত একটি মেট্রোরেল এবং রাজধানী রিয়াদ ও তার আশপাশের অঞ্চলে চলাচলের জন্য এটি তৈরি করা হয়েছে। পুরো অঞ্চলকে এক নেটওয়ার্কের আওতায় আনার জন্য ৬ টি লাইন রয়েছে— ব্লু লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন, রেড লাইন, গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইন। রিয়াদ এবং তার আশপাশের অঞ্চলকে ৬ ভাগ করে প্রতিটি ভাগের জন্য বরাদ্দ করা হয়েছে একটি লাইন।

এসব লাইনের মধ্যে ব্লু, ইয়েলো এবং পার্পল লাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু করেছিল রিয়াদ মেট্রো, পরে ১৫ ডিসেম্বরে রেড এবং গ্রিন লাইনেও পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হয়। রয়েল কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, গতকাল ৫ জানুয়ারি থেকে অরেঞ্জ লাইনসহ অন্যান্য লাইনে পুরোদমে চলা শুরু করেছে মেট্রোটি।

প্রসঙ্গত, রিয়াদের জেদ্দা রোড এবং সেকেন্ড ইস্টার্ন রিং রোডকে সংযুক্তকারী অরেঞ্জ লাইনের দৈর্ঘ ৪১ মিটার। এ লাইনে ৫টি মেট্রোস্টেশন রয়েছে। এই স্টেশনগুলো হলো জেদ্দা রোড স্টেশন, তাওয়াইক স্টেশন, দৌহ স্টেশন, হারুল আল রশীদ স্টেশন এবং আল নাসির স্টেশন।

প্রসঙ্গত, রিয়াদ মেট্রো বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন এবং এর নেটওয়ার্ক পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের মধ্যে বৃহত্তম। ট্রেনটি নেটওয়ার্কের মোট দৈর্ঘ ১৭৬ কিলোমিটার এবং এই পথে পড়ে মোট ৮৫টি স্টেশন। সবগুলো স্টেশন কভার করে এই ট্রেনটি।

প্রতিদিন ভোর ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে রিয়াদ মেট্রো। যাত্রীরা স্টেশনে এসে কিংবা অনলাইনে টিকিট কেটে ট্রেনে চাপেন।

এ ধরনের আরো খবরঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সোশ্যাল মিডিয়ায় আমরাঃ

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

EYE TV Bangla

সাম্প্রতিক খবরঃ