18 C
Dhaka
আজঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

Live TV

১৩০০ যাত্রী নিয়ে সেন্টমার্টিন পৌঁছালো চার পর্যটকবাহী জাহাজ

সাগর শান্ত এবং আবহাওয়া অনুকূলে থাকায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল পৌনে ১০ টায় ১ হাজার ৩৬২ যাত্রী নিয়ে কক্সবাজার ও টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে চারটি জাহাজ রওনা দেয়।

এদিন কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনে ৯৮ জন, কেয়ারি সিন্দাবাদে ৩৪০, বারো আউলিয়া ৬৬২ এবং কর্ণফুলী ২৬২ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিন ঘাটে পৌঁছে বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের ল্যান্স নায়েক (সমমান) সামিরুল।

ইউএনও মো. আদনান চৌধুরী জানান, বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। অবশেষে সাগর শান্ত এবং আবহাওয়া অনুকূলে থাকায় বৃহস্পতিবার জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় মঙ্গলবার (২৪ অক্টোবর) থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছিল টেকনাফ উপজেলা প্রশাসন। এর আগে সোমবার বিকেল ৩টার আগে সেন্টমার্টিনে অবস্থানরত পর্যটকদের দ্বীপ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

এ ধরনের আরো খবরঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সোশ্যাল মিডিয়ায় আমরাঃ

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

EYE TV Bangla

সাম্প্রতিক খবরঃ