চলমান বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনায় বিদ্ধ হচ্ছেন অধিনায়ক বাবর আজম। প্রায় সকলেই বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। সমালোচকদের সে দলে এবার যোগ দিয়েছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
পাকিস্তানের ‘সামা টিভি’র এক অনুষ্ঠানে বাবরকে কঠিন ভাষায় আক্রমণ করেছেন আফ্রিদি। সোজা বলে দিয়েছেন যে, অধিনায়কত্ব ফুলের বিছানা নয়। এটা একটা সম্মানের জায়গা। দলকে উজ্জীবিত করতে না পারার জন্যেও বাবরকে দুষছেন ‘বুম বুম’ খ্যাত এই সাবেক ক্রিকেটার।
বাবরের অধিনায়কত্বে হতাশ আফ্রিদি বলেন, ‘আপনি যখন ম্যাচে মনোযোগী হবেন না, তখন এই সমস্যাগুলো (ফিল্ডিং মিস করা) দেখা দেবে। আর আপনি নিজেকে লুকোনোর চেষ্টা করলে ফল হবে আরও খারাপ। অলৌকিক কিছু এমনিতেই হয় না। এটা লড়াই করতে জানা সাহসী মানুষদের সঙ্গে ঘটে।’
বাবর দলকে উজ্জীবিত করতে পারেন না অভিযোগ তুলে আফ্রিদির ভাষ্য, ‘দেখুন, একজন অধিনায়ক কিন্তু সবকিছু। যদি অধিনায়ক নিজে ফিল্ডিংয়ে নিজের জান-প্রাণ দিয়ে দেন, তখন গোটা দল ঐক্যবদ্ধ হয়ে যায়। অধিনায়ক নিজেকে উজাড় করে দিচ্ছেন দেখলে অন্যরাও আর নিষ্ক্রিয় থাকে না।’
উদাহরণ হিসেবে আফ্রিদি আরও বলেন, ‘আমি বা মোহাম্মদ ইউসুফ যখন অধিনায়ক ছিলাম, আমরা উজ্জীবিত থাকলে দলও জেগে উঠতো। যদি ইনজি ভাই (ইনজামাম উল হক) ডাইভ দিতো তখন আমাদের লজ্জা লাগতো। আরে, অধিনায়ক ডাইভ দিচ্ছেন, আমরা কেন দিতে পারবো না।’
তিনি আরও বলেন, ‘অধিনায়কের দায়িত্ব বৃত্তের খেলোয়াড়দের সামনে রাখা এবং চাপ তৈরি করা। আরে, চাপ তৈরি করো। চাপে রাখার ব্যাপারটা অন্তত চোখে পড়ুক। অধিনায়কত্ব সম্মানের, ফুলের বিছানা নয়। সব ঠিকঠাক হলে অধিনায়ক যেমন প্রশংসা পান, আর না হলে দায়ও তাকেই নিতে হয়।’
এবারের আসরে ৫ ম্যাচে মাত্র ২টি জিতেছে পাকিস্তান। পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে বাবর আজমের দল। বাকি ৪ ম্যাচ থেকে সেমিফাইনালে ওঠা বেশ কঠিনই হবে। সবকটি জিতলে সমীকরণ সামনে আসবে। হারলেই ধরতে হতে পারে দেশে ফেরার টিকিট।