18 C
Dhaka
আজঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

Live TV

বিজয়ের সঙ্গে জুটি বাঁধতে শ্রীলীলার আপত্তি কেন?

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রীলীলা। ২০১৯ সালে ‘কিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। তবে ২০২১ সালে ‘পেলি সানড়া ডি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী। এতে তার বিপরীতে অভিনয় করেন রোশান মেকা।

৮ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ২০ কোটি রুপি। সিনেমাটির জন্য ৫ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন শ্রীলীলা। কিন্তু কয়েক বছরের ব্যবধানে বেড়ে গেছে তার চাহিদা, বেড়েছে তার পারিশ্রমিক। শ্রীলীলা এখন ১ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন।

বিজয় দেবরকোন্ডাকে নিয়ে পরিচালক গৌতম তিনানুরি নাম ঠিক না হওয়া একটি সিনেমা নির্মাণ করছেন। সিনেমাটিতে শ্রীলাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু বিজয়ের সঙ্গে এ সিনেমায় অভিনয় করতে অপারগতা প্রকাশ করেন এই অভিনেত্রী। তবে কী কারণে এই প্রস্তাব ফেরান, তা ছিল অজানা।

সিয়াসাত ডটকম জানিয়েছে, শ্রীলীলার হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। যেগুলোর শিডিউল আগেই দিয়ে রেখেছেন তিনি। এ সিনেমার শুটিং শুরু হতে কিছুটা বিলম্ব হবে। যার কারণে শুটিং শিডিউল দেওয়া কঠিন হয়ে পড়ে। এজন্য বিজয়ের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন শ্রীলীলা। এরপর শ্রীলীলার পরিবর্তে অন্য কাউকে নেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা।

শ্রীলীলা আপত্তি জানানোর পর গুঞ্জন উঠে, এ সিনেমায় শ্রীলীলার পরিবর্তে অভিনয় করবেন রাশমিকা মান্দানা। আর সিনেমাটির মাধ্যমে দীর্ঘ দিন পর জুটি বেঁধে পর্দায় ফিরবেন এই যুগল। কিন্তু এ গুঞ্জন বাস্তবে রূপ নেবে না বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এ বিষয়ে একটি সূত্র বলেন— ‘‘সিনেমাটির জন্য ‘এজেন্ট’খ্যাত অভিনেত্রী সাক্ষী বৈদ্যর সঙ্গে আলাপ আলোচনা করছেন পরিচালক। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।’’

বিজয় দেবরকোন্ডা ‘ফেমিলি স্টার’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর কাজ শেষ হলে আগামী বছর নতুন এই সিনেমার শুটিং শুরু করবেন নির্মাতারা।

এ ধরনের আরো খবরঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সোশ্যাল মিডিয়ায় আমরাঃ

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

EYE TV Bangla

সাম্প্রতিক খবরঃ