অনলাইন বিনোদন-
দক্ষিণি সিনেমা দুনিয়ায় পরিচিত নাম প্রজ্ঞা নাগরা। তামিল, মালয়ালম বিভিন্ন সিনেমায় দেখা গেছে তাঁকে। তবে এবারের ভিন্ন কারণে খবরের শিরোনামে অভিনেত্রী। কিছুদিন আগেই তাঁর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস হয়েছে। অভিনেত্রীর দাবি, এটা ভুয়া ভিডিও—যা এআই প্রযুক্তির সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে। এ প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডলে হতাশা ও ক্ষোভ জানিয়েছেন প্রজ্ঞা।
‘এখনো বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে বাজে একটি স্বপ্ন দেখছি, হয়তো এখনই জেগে উঠব।’ এভাবেই গতকাল নিজের এক্স হ্যান্ডলে হতাশার কথা জানান অভিনেত্রী।
তিনি আরও লিখেছেন, ‘প্রযুক্তির উদ্দেশ্য ছিল আমাদের সাহায্য করা এবং আমাদের জীবনকে দুর্বিষহ না করা।
কিন্তু এআই প্রযুক্তির সাহায্যে যাঁরা এ ধরনের কনটেন্ট তৈরি করেছেন আর ছড়িয়ে দিতে সাহায্য করেছেন, তাঁরা এটা করেছেন বাজে উদ্দেশ্য নিয়ে। আমি প্রার্থনা করি, অন্য কোনো নারীকে যেন এই অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে না হয়। সবাই নিরাপদে থাকুন।’
২০২২ সালে তামিল সিনেমা ‘ভারালারু মুক্কিয়াম’ দিয়ে চলচ্চিত্র অভিষেক প্রজ্ঞার। গত বছর তাঁকে দেখা গেছে মালয়ালম সিনেমা ‘নাধিকালিল সুন্দরী যমুনা’ সিনেমায়। ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী। তাঁর অনুসারী সংখ্যা প্রায় ১৫ লাখ।
সূত্র অনলাইন—-