বিনোদন ডেস্ক :
সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির সিনেমা ‘মনপতঙ্গ’। মুক্তির পর সমালোচকদের ব্যাপক প্রশংসাও পেয়েছে। বিশেষ করে প্রথম সিনেমাতেই নজর করেছেন ছবির অভিনেত্রী বৈশাখী রায়।
ছবিতে তাঁর অন্তরঙ্গ দৃশ্য নিয়েও তুমুল চর্চা হয়েছে। কলকাতার গণমাধ্যম আজকালকে দেওয়া সাক্ষাৎকারে এই তরুণ অভিনেত্রী জানিয়েছেন এ ছবিতে তাঁর অভিনয়ের অভিজ্ঞতা।
ছবিতে বৈশাখীর দুর্দান্ত অভিনয় নজর কেড়েছে। সঙ্গে আলোচনায় সাহসী দৃশ্যও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে বলা হয়েছিল এই দৃশ্যগুলোর কথা। আমি মনে করি, অভিনয়টা পুরো শরীর দিয়েই করতে হয়।
তাই শরীর খোলা থাকলে সমস্যা কোথায়? অভিনয় করার সময় কখনো বোল্ড সিন নিয়ে ভাবিনি। একটা কথাই
মাথায় ছিল, চরিত্রটিতে এই ধরনের দৃশ্যের প্রয়োজন আছে।’
এ ধরনের দৃশ্যে
অভিনয়ের আগের পরিবারের সঙ্গেও আলোচনা করেছেন বলে জানান বৈশাখী।
তাঁর ভাষ্যে, ‘প্রথমে যখন অফারটা পাই, তখন ভয় ছিল শুধু কাছের মানুষদের নিয়ে। তাঁরা দেখলে কী ভাববেন। সিলেক্ট হওয়ার পর মা–বাবার সঙ্গে আলোচনা করি দৃশ্যগুলো নিয়ে। ভাবতেই পারিনি তাঁরা রাজি হয়ে যাবেন। কাজটা করতে উৎসাহ দেবেন।’
সাক্ষাৎকারে বৈশাখী জানান, এ ছবিতে সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছে তাঁকে। তিনি বলেন, ‘রিহার্সালের সময় সবটাই বেশ কঠিন ছিল। বারবার ওই দৃশ্যগুলো অনুশীলন করতে হতো। তার জন্য অনেক বই পড়তে হয়েছে, ভিডিও দেখতে হয়েছে।’
বৈশাখী জানান, এ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হওয়ার পর প্রচুর সিনেমায় প্রস্তাব পেয়েছেন। কিন্তু প্রায় সব একই ধরনের চরিত্র। সে জন্য কোনোটিতেই রাজি হননি।