বিরাট কোহলির প্রশংসা আগেই বহুবার করেছেন মোহাম্মদ আমির। তবে পাকিস্তানি পেসারের এবারের প্রশংসা যেন অন্য সব কিছুকে ছাড়িয়ে গেছে। বাঁহাতি পেসারের মতে, কোহলির সঙ্গে বাবর আজম কিংবা স্টিভেন স্মিথদের মতো খেলোয়াড়দের তুলনা আসলে তার হাসি পায়।
কোহলির সঙ্গে অন্য কারো তুলনা চলে না বলেই জানিয়েছেন আমির।
পাকিস্তানের হয়ে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন আমির। কোহলিদের ১৫৮ রানে হারিয়ে সেবার শিরোপা উদযাপন করেছে পাকিস্তান। ভারতীয় ব্যাটারকে আউট করেছেন আমিরই। সেই উইকেট নিয়ে তিনি বলেছেন, ‘২০১৭ সালের চ্যাম্পিযনস ট্রফির ফাইনালে তার উইকেটটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।