25 C
Dhaka
আজঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

Live TV

হাসি পায় আমিরের, কোহলির সঙ্গে বাবর-স্মিথদের তুলনা করলে

অনলাইন ডেস্ক:

বিরাট কোহলির প্রশংসা আগেই বহুবার করেছেন মোহাম্মদ আমির। তবে পাকিস্তানি পেসারের এবারের প্রশংসা যেন অন্য সব কিছুকে ছাড়িয়ে গেছে। বাঁহাতি পেসারের মতে, কোহলির সঙ্গে বাবর আজম কিংবা স্টিভেন স্মিথদের মতো খেলোয়াড়দের তুলনা আসলে তার হাসি পায়।

কোহলির সঙ্গে অন্য কারো তুলনা চলে না বলেই জানিয়েছেন আমির।

৩২ বছর বয়সী পেসারে মতে, ভারতীয় ব্যাটার এই প্রজন্মের সেরা ব্যাটার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এই প্রজন্মের সেরা খেলোয়াড় বিরাট কোহলি। তার সঙ্গে বাবর আজম, স্টিভেন স্মিথ অথবা জো রুটের তুলনা করা হলে আমার হাসি পায়। আমরা কোহলির সঙ্গে কারো তুলনা করতে পারি না।
তুলনা কেন করা যাবে না তার ব্যাখ্যাও দিয়েছেন আমির। কিছুদিন আগে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া পেসার বলেছেন, ‘ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছে সে। সে যে সব ম্যাচ জিতিয়েছে তা অন্য কোনো খেলোয়াড়ের পক্ষে অসম্ভব চিল। এটা শুধু এক সংস্করণে নয়, তিন সংস্করণেই।

তাই কোহলি এই প্রজন্মের সেরা ব্যাটার।’ 

পাকিস্তানের হয়ে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন আমির। কোহলিদের ১৫৮ রানে হারিয়ে সেবার শিরোপা উদযাপন করেছে পাকিস্তান। ভারতীয় ব্যাটারকে আউট করেছেন আমিরই। সেই উইকেট নিয়ে তিনি বলেছেন, ‘২০১৭ সালের চ্যাম্পিযনস ট্রফির ফাইনালে তার উইকেটটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।

যা আমাদের শিরোপা জিততে সহায়তা করেছে। যদি কোহলিকে ফেরানো না যেত তাহলে ফাইনাল হারতেও পারতাম আমরা। সকলেই জানি লক্ষ্য তাড়ায় কোহলির রেকর্ড অবিশ্বাস্য।’

এ ধরনের আরো খবরঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সোশ্যাল মিডিয়ায় আমরাঃ

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

EYE TV Bangla

সাম্প্রতিক খবরঃ