ভারতীয় চলচ্চিত্র অভিনয়শিল্পীদের বিলাসবহুল গাড়ি ও স্পোর্টস বাইকের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। মার্কেটে নতুন মডেলের গাড়ি বা মোটর সাইকেল এলেই তা সংগ্রহ করার চেষ্টা করেন তারা।
তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাসেরও গাড়ির প্রতি ভালোবাসা কম নয়। ‘বাহুবলি’খ্যাত এই অভিনেতা সবসময়ই ভালো ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করে থাকেন। তার গ্যারেজে রয়েছে বেশ কিছু বিলাসবহুল গাড়ি। এসব গাড়ি নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।
রোলস রয়েস ফ্যান্টম
ভারতের বেশ কজন তারকা রোলস রয়েস ফ্যান্টম গাড়ির মালিক। তার মধ্যে অন্যতম প্রভাস। ২০১৫ সালে এ গাড়ি ক্রয় করে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমারের তালিকায় নাম লেখান তিনি। গাড়িটির মূল্য ৮ কোটি রুপি।
জাগুয়ার
প্রভাসের বাড়ির গ্যারেজে শোভা পাচ্ছে আরেকটি গাড়ি। এটি হলো— জাগুয়ার এক্সজেআর। এই গাড়ি কিনতে তার খরচ হয়েছে দুই কোটি রুপির বেশি।
রেঞ্জ রোভার
একটি রেঞ্জ রোভার স্পোর্টস কারের মালিকও প্রভাস। যার দাম ১ কোটি রুপি।
ল্যাম্বরগিনি
প্রভাসের সংগ্রহে রয়েছে ব্যয়বহুল ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর রোডস্টার। ল্যাম্বরগিনি ব্র্যান্ডের গাড়িটির দাম ৬ কোটি রুপি।
বিএমডব্লিউ
প্রভাসের নানা ধরনের গাড়ির সংগ্রহের তালিকায় রয়েছে বিএমডব্লিউ এক্সথ্রি। এ গাড়ির দাম ৭৩ লাখ রুপি।