ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। মঙ্গলবার (২৪ অক্টোবর) এ অভিনেত্রীর জন্মদিন। বরাবরই বিশেষ দিনটি জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন করে থাকেন। কিন্তু এবারের জন্মদিনে এমন কোনো আয়োজন নেই বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
আকস্মিকভাবে কী এমন হলো যার জন্য ঘটা করে জন্মদিন উদযাপন করছেন না পরীমণি? এ প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন— ‘জন্মদিনটি আমার জন্য বরাবরই বিশেষ একটি দিন, আনন্দের দিন। প্রতিবারই নানার হাত ধরে জন্মদিনের কেক কেটে আসছি। নানাই আমার বাবা-মা, আমার সবকিছু। কিন্তু এবার নানা হাসপাতালে। তার ছোট্ট একটা অস্ত্রোপচার হয়েছে। ১১ দিন ধরে হাসপাতালে। সুতরাং এই জন্মদিন জাঁকজমকভাবে করতে চাই না।’
তবে পরীমণি তার ভক্তদের পুরোপুরি হতাশ করেননি। কারণ তার নানা সুস্থ হলে জন্মদিন উদযাপনের ইচ্ছা রয়েছে। এ বিষয়ে পরীমণি বলেন, ‘বাসা ও শুটিং লোকেশনে হয়তো ঘরোয়াভাবে কেক কাটব। নানা সুস্থ হয়ে বাসায় ফেরার কিছুদিন পর সবার সঙ্গে ওই আনন্দটা ভাগাভাগি করতে চাই।’
পুত্র রাজ্য পৃথিবীতে আসার পর বেশ কিছুদিন বিরতিতে ছিলেন পরীমণি। গত ৮ অক্টোবর অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’ দিয়ে শুটিংয়ে ফিরেন। পাশাপাশি একের পর এক নতুন কাজ হাতে নিচ্ছেন। এরই মধ্যে ‘রঙিলা কিতাব’, ‘খেলা হবে’ নামে আরো দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।