15 C
Dhaka
আজঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

Live TV

বিএনপির পল্টন কার্যালয় তালাবদ্ধ, ‘ক্রাইম সিন’ বেষ্টনী প্রত্যাহার

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সিআইডির ‘ক্রাইম সিন’ ফিতা খুলে দেওয়া হয়েছে। যদিও বিএনপি কার্যালয়ের প্রধান ফটক এখনও তালাবদ্ধ রযেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৭টার দিকে ক্রাইম সিন লেখা বেস্টনি প্রত্যাহার করা হয়েছে। তবে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এলাকায় এখনও পুলিশ বাহিনীর সদস্যরা পাহারায় রয়েছে।

এদিকে অবরোধের প্রথম দিন (মঙ্গলবার) সকালে নয়াপল্টন কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিকের চেয়ে কম দেখা গেছে। যদিও অবরোধ কর্মসূচি ঘিরে নয়াপল্টন, কাকরাইল নাইটেঙ্গেল মোড়সহ আশেপাশের এলাকায় পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টন, ফকিরাপুল এবং নাইটিঙ্গেল মোড় ঘুরে দেখা গেছে, পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ফকিরেরপুল মোড় এবং নাইটিঙ্গেল মোড়েও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে সকাল থেকে বিএনপির কোনো নেতাকর্মীকে কার্যালয়ে বা তার সামনে দেখা যায়নি।

ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কে যান চলাচলেও গাড়ির সংখ্যা কম দেখা গেছে। যদিও সকাল ১১টা পর্যন্ত সড়কের দুই পাশের শপিং মলগুলো বন্ধ রয়েছে।

এ ধরনের আরো খবরঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সোশ্যাল মিডিয়ায় আমরাঃ

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

EYE TV Bangla

সাম্প্রতিক খবরঃ