প্রত্যাবাসন নিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে তৃতীয় বারের মতো মিয়ানমার সরকারের প্রতিনিধিদল টেকনাফে এসেছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মিয়ানমার সরকারের ইমিগ্রেশন বিভাগের ৩৪ সদস্যের একটি প্রতিনিধিদল রাখাইন স্টেট এর মংডু টাউনশিপ থেকে স্পিড বোটে টেকনাফের ট্রানজিট ঘাটে এসে পৌঁছায়।
শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন স্টেট এর ইমিগ্রেশন বিভাগের এই প্রতিনিধিদলে সে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারাও রয়েছেন।
তিনি জানান, মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য পাইলট প্রকল্পের ২ হাজার ৮০ জন রোহিঙ্গার তালিকা করা হয়েছে। তাদের মধ্য থেকে ১০০ পরিবার প্রধানের সঙ্গে মিয়ানমারের এই প্রতিনিধিদল কথা বলবে। সকালে মিয়ানমার প্রতিনিধিদল টেকনাফে সড়ক ও জলপথ বিভাগের রেস্ট হাউজ মিলনায়তনে রোহিঙ্গাদের পরিবার প্রধানদের সঙ্গে মতবিনিময় করে।
তিনি আরও জানান, প্রতিনিধিদল রাখাইন স্টেট সে দেশের সরকার থেকে ইতিপূর্বে প্রত্যাবাসনের জন্য যেসব কার্যক্রম সম্পন্ন করেছে এবং মডেল ভিলেজ নির্মাণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সৃষ্টি করেছে তার একটি ভিডিও চিত্র রোহিঙ্গাদের দেখাবে।
প্রত্যাবাসনের জন্য কথা বলতে চলতি বছর মিয়ানমার সরকারের প্রতিনিধিদলের টেকনাফে এটি তৃতীয় সফর। এর আগে মিয়ানমার সরকারের ইমিগ্রেশন বিভাগের প্রতিনিধিদল দুই দফা টেকনাফে এসে রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করে গেছে। এরমধ্যে ২০ সদস্যের রোহিঙ্গাদের একটি প্রতিনিধিদল রাখাইন স্টেট পরিদর্শন করে এসেছে।