নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। রোববার (২৯ অক্টোবর) সাপের কামড়ে আহত হয়েছেন তিনি। ‘ডেডবডি’ সিনেমার দৃশ্যধারণকালে এ ঘটনা ঘটে। বর্তমানে পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন এই নায়ক।
শরীরিক অবস্থা জানতে চাইলে ওমর সানী রাইজিংবিডিকে বলেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। এখন পুরোপুরি সুস্থ। প্রথমে একটু ভয় পেয়েছিলাম। পরে জানতে পারি ঢোঁড়া সাপ কামড়েছে। আমার অংশের শুটিং শেষ করে ঢাকায় চলে আসছি।’
‘ডেডবডি’ সিনেমার নির্মাতা মো. ইকবাল বলেন, ‘গতকাল দুপুরে ১২টায় আমরা শুটিং করছিলাম। হঠাৎ একটি সাপ কামড়ে দেয় ওমর সানীকে। দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হয়।’
‘ডেডবডি’ সিনেমায় ওমর সানী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শ্যামল মওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি ও মিষ্টি জাহান প্রমুখ।